দ্বিতীয় পাঠ

সহজ পাঠ-প্রথম ভাগ-দ্বিতীয় পাঠ


রাম বনে ফুল পাড়ে। গায়ে তার লাল শাল। হাতে তার সাজি।


জবা ফুল তোলে। বেল ফুল তোলে। বেল ফুল সাদা। জবা ফুল লাল। জলে আছে নাল ফুল।


ফুল তুলে রাম বাড়ি চলে। তার বাড়ি আজ পূজা। পূজা হবে রাতে। তাই রাম ফুল আনে। তাই তার ঘরে খুব ঘটা। ঢাক বাজে, ঢোল বাজে। ঘরে ঘরে ধূপ ধূনা।


পথে কত লোক চলে। গোরু কত গাড়ি টানে। ঐ যায় ভোলা মালী। মালা নিয়ে ছোটে। ছোটো খোকা দোলা চ’ড়ে দোলে।


থালা ভরা কৈ মাছ,বাটা মাছ। সরা ভরা চিনি ছানা। গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা। ভারী আনে ঘড়া ঘড়া জল। মুটে আনে সরা খুরি কলাপাতা।


রাতে হবে আলো। লাল বাতি। নীল বাতি। কত লোক খাবে। কত লোক গান গাবে। সাত দিন ছুটি। তিন ভাই মিলে খেলা হবে।



                                               —

                         

কালো রাতি গেল ঘুচে,

                    

আলো তারে দিল মুছে।

পূব দিকে ঘুম-ভাঙা।

                   

হাসে ঊষা চোখ-রাঙা


নাহি জানি কোথা থেকে

 ডাক দিল চাঁদেরে কে।

              

 ভয়ে ভয়ে পথ খুঁজি

চাঁদ তাই যায় বুঝি।

               

   তারাগুলি নিয়ে বাতি

             

  জেগেছিল সারা রাতি,

           

নেমে এল পথ ভুলে

                         

বেলফুলে জুঁইফুলে।

                            

 বায়ু দিকে দিকে ফেরে

                

  ডেকে ডেকে সকলেরে।

                            

বনে বনে পাখী জাগে,

                            

মেঘে মেঘে রঙ লাগে।

                         

  জলে জলে ঢেউ ওঠে,

  ডালে ডালে ফুল ফোটে।