সহজ পাঠ-প্রথম পাঠ
প্রথম পাঠ
বনে থাকে বাঘ।
গাছে থাকে পাখী।
জলে থাকে মাছ।
ডালে আছে ফল।
পাখী ফল খায়।
পাখা মেলে ওড়ে।
বাঘ আছে আম-বনে।
গায়ে চাকা চাকা দাগ।
পাখী বনে গান গায়।
মাছ জলে খেলা করে।
ডালে ডালে কাক ডাকে।
খালে বক মাছ ধরে।
বনে কত মাছি ওড়ে।
ওরা সব মৌ-মাছি।
ঐখানে মৌ-চাক।
তাতে আছে মধু ভরা।
—
আলো হয় , জয়লাল
গেল ভয় । ধরে হাল ।
চারি দিক অবিনাশ
ঝিকি মিক্ কাটে ঘাস ।
বায়ু বয় ঝাউডাল
বনময় । দেয় তাল ।
বাঁশ গাছ বুড়ি দাই
করে নাচ । জাগে নাই ।
দীঘিজল হরিহর
ঝল মল । বাঁধে ঘর ।
যত কাক পাতু পাল
দেয় ডাক । আনে চাল ।
খুদিরাম দীননাথ
পাড়ে জাম । রাঁধে ভাত ।
মধু রায় গুরুদাস
খেয়া বায় । করে চাষ ।
—
0 Comments