ক খ গ ঘ

     ক খ গ ঘ গান গেয়ে

     জেলে ডিঙি চলে বেয়ে।

       ঙ    

 চরে বসে রাঁধে ঙ

 চোখে তার লাগে ধোঁয়া।

     চ ছ জ ঝ

    চ ছ জ ঝ দলে দলে

    বোঝা নিয়ে হাটে চলে।

       

            ক্ষিদে পায় খুকী ঞ

          শুয়ে কাঁদে কিয়োঁ কিয়োঁ।

         

  ট ঠ ড ঢ          

  ট ঠ ড ঢ করে গোল   

কাঁধে নিয়ে ঢাক ঢোল।

  

                 

 বলে মূর্দ্ধন্য ণ

  চুপ কর কথা শোন।

                                 

 ত থ দ ধ

  ত থ দ ধ বলে, ভাই

আম পাড়ি চল যাই।

 রেগে বলে দন্ত্য ন

যাব না তো কক্ষনো।



                                               

প ফ ব ভ

 প ফ ব ভ যায় মাঠে

সারাদিন ধান কাটে।

                      

 

ম চালায় গোরু-গাড়ি

ধান নিয়ে যায় বাড়ি।


   য র ল ব

 য র ল ব বসে ঘরে

এক মনে পড়া করে।


 শ ষ স    

শ ষ স বাদল দিন

 ঘরে যায় ছাতা কিনে।

 হ ক্ষ

 শাল মুড়ি দিয়ে হ ক্ষ

কোণে বসে কাশে খ ক্ষ।