Breaking News

Breaking

সহজ পাঠ-প্রথম ভাগ, রবীন্দ্রনাথ ঠাকুর



সহজ পাঠ  

 অ আ                                  

ছােটো খােকা বলে অ আ, শেখেনি সে কথা কওয়া

সহজ পাঠ

 ই ঈ 

হ্রস্ব ই দীর্ঘঈ বসে খায় ক্ষীর খই ৷

 
সহজ পাঠ

উ ঊ

 হ্রম্ব উ দীর্ঘঊ ডাক ছাড়ে ঘেউ ঘেউ ৷

সহজ পাঠ

 ঋ

ঘন মেঘ বলে ঋ দিন বড়াে বিশ্রী।

সহজ পাঠ

এ ঐ

বাটি হাতে এ ঐ হাঁক দেয় দে দই।
 

সহজ পাঠ

ও ঔ

ডাক পাড়ে ও ঔ ভাত আনাে বড়াে বৌ।






No comments